Skip to main content

Posts

Featured

মায়া

এ কোন শিহরণ!  যে শিহরণে বেদনারা হয় প্লাবিত,  আত্মারা ক্ষত-বিক্ষত;  ঝড়ো-হওয়ার মতো এসে তছনছ করে দেয় সব। অতঃপর, বসত গাড়ে অনুভূতি জুড়ে; কখনো খাঁখাঁ রোদ্দুর, কখনো প্লাবন,  কখনো বা তুষার হয়ে অত্যাচার করে নিত্যদিন। মাকড়সার জালের মতো বুনে মায়া! অতঃপর, হঠাৎ উধাও; শুধু একটি পরাগের অপেক্ষায়, শুয়ে পড়া বৃক্ষের মতো হয়ে যাই; নড়ি না, ঝরি না! মায়া, এ কোন মায়া!  আমি তো চাইনি কখনো, মনে বাঁধিনি বাসা। অথচ, সে মায়ায় আমি আজ মৃত! পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর একটি শব্দ 'মায়া'।

Adcash

Latest Posts

শ্বাসজীবী প্রাণী

আত্মসত্তা

ক্ষুধাতুর

স্বাধীনতা মানে

বন্ধু

অবলার শ্রম

আল্লাহ

সম্পদ

বিশ্বাস

পাপীর অভিলাষ