Adcash

সম্পদ

 সম্পদ


ধ্বংস কর যদি, তাদের কর, 

যারা গাত্র হতে রক্ত চুষে, 

ভর দুপুরে সূর্য ঢাকে।


ধ্বংস যদি কর,তাদের কর,

যারা ধর্মের বলে কর্ম করে,

কর্ম বলিয়া চুরি,

যারা গরিব পিষে প্রাসাদ গড়ে,

রক্তাশ্রুতে ভূমি।


রাত্র গভীর, ঊষা নিকট,

এটাই চক্র নীতি। 

জালিম - জুলুম সবই সেদিন

উধাও করিবেন বিধি।


ওহে বালক, কর্ণে কি তোমার 

বাজেনা করুন বীণ?

তোমার মাঝে আশার আলো

তুমিই যে কাসেমিন।


রক্ত চুষে হিংস্র পশু,

আজ মানুষেতে সমাগম।

কী লাভ তোদের অর্থে যদি 

পোকার আগমন?


দেহ তোমার পরিয়া রবে

পরিয়া রবে বিত্ত,

পাপের আগুনে পদার্পন তোমার

কামিয়েছো যত্ত।


~ রেদ্ওয়ান আহমদ

Comments

Popular Posts