Adcash

মায়া

এ কোন শিহরণ! 

যে শিহরণে বেদনারা হয় প্লাবিত, 

আত্মারা ক্ষত-বিক্ষত; 

ঝড়ো-হওয়ার মতো এসে তছনছ করে দেয় সব।

অতঃপর, বসত গাড়ে অনুভূতি জুড়ে;

কখনো খাঁখাঁ রোদ্দুর, কখনো প্লাবন, 

কখনো বা তুষার হয়ে অত্যাচার করে নিত্যদিন।

মাকড়সার জালের মতো বুনে মায়া!

অতঃপর, হঠাৎ উধাও;

শুধু একটি পরাগের অপেক্ষায়,

শুয়ে পড়া বৃক্ষের মতো হয়ে যাই;

নড়ি না, ঝরি না!

মায়া,

এ কোন মায়া! 

আমি তো চাইনি কখনো,

মনে বাঁধিনি বাসা।

অথচ, সে মায়ায় আমি আজ মৃত!

পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর একটি শব্দ 'মায়া'।

Comments

Popular Posts