Adcash

বিশ্বাস

বিশ্বাস

        

নিঃস্ব তোর এই নিঃশ্বাস যদি না রয় তব বিশ্বাস,

পাবি না তুই কারো আশ্বাস 

কেন এই নির্মম অভিলাষ?

সোনার জুতো পায়েতে আর মাথায় রাজ মুকুট,

হস্তির পিঠে চড়িস তুই বিশ্ব তোকে দেখুক।

আস্থা তোর কার উপর ভাই? 

কোন সে বিশ্বত্রাস?

কে তাকে দিয়েছে অসীম শক্তি? 

কোথা আছে বল তার বাস? 

কে সে আলেক? 

কে সে নেপু? 

কে সে মহা শক্তিধর? 

চোখ বুজলে দাড়াবে কি সে হাতে নিয়ে বাতিঘর?

পারবে কি তোকে বাঁচাতে কেউ 

পারবে কি দিতে প্রাণ? 

বিশ্বাস যদি নাও করিস কাল রবে না তোর কোন মান।

কার লিপ্সায় করলি লোপাট 

জীবন তরে হানলি আঘাত?

কোন সে লোকেশ? কোন সে রাজ? 

কালো মেঘেতে ঢাকা কেনো আজ?

কিছু দিবস বাকি আর আসবে মহা ল্যাঠা,

থাকবে কি সে ওইদিন হাতে নিয়ে আবে-লোটা?

কোন বলেতে মাটিতে যেনো পা লাগে না তোর?

এই মাটিতেই কই পালাবি আসছে যে শবর?

কোন প্রতিকূল ধরেছিস তুই 

কোথা করেছিস তাক?

বল যখন থাকবে না তোর হবিরে হতবাক।

কিসের সাধন করিসরে তুই বিশ্বাসকে বিলিয়ে?

ফায়দা কি লুটাতে পারবি তুই 

দেখ না একটু মিলিয়ে।

সবিই তোকে করলো যে দান মারলি তাকে ঝাঁটা,

দেখ না ফিরে কাল পিছনে 

কে থাকে তোর, বেটা?

দেখবি সেদিন তোর পাশেতে থাকবে নাতো কেউ,

বুঝবি তুই, তুই যে এক পাপ সমুদ্রের ঢেউ।

জ্ঞানের সাগর দিয়েও পাড়ি 

রইলি মূর্খ বনে,

কপাল পোড়ার ঘাড়ে কি আর মুক্তির সনদ মিলে?

যাই কর্ ভাবিয়া লহ্ নাই তো বেশি দিন,

সবই তোর লুপ্ত হবে বাজলে মহাবীণ।


~ রেদ্ওয়ান আহমদ

Comments

Popular Posts