Adcash

শৈশব স্মৃতি

 কত সকাল দুপুর কাটিয়েছি নদী পাড়

কত সন্ধ্যা-বিকেল বেলা,

সে সময়টা কি পাবো আর ফিরে

কাঁদা ছুঁড়োছুড়ির খেলা।

মিছেমিছি কত ঘর বানাতাম

নদীর বালুচরে, 

ঢেউ এসে ফের ভেঙ্গে নিতো

বুকের বাঁধন ছিঁড়ে। 

একে একে কত নাও সারি গেলো

ফিরিলো না আর কভু,

এ চরেই বসি কত কি যে দেখি

আমি যে এ কূলেরই বিধু।

বাঁশের সাঁকো পাড় হতে গিয়ে

কতো যে পিছলে যেতাম,

চোট নিয়ে বাড়ি ফিরিলেই ফের 

মায়ের বকুনি খেতাম।

             (সংক্ষেপিত)



~ রেদ্ওয়ান আহমদ 

Comments

Popular Posts