Adcash

এই বাংলার বুকে

 ভয় হয় মনে, একদিন আমি থাকিব না এই বাংলার বুকে,

এই খেয়া, নদী, চরে আমার চিহ্ন থাকিবে, থাকিব না আমি আর;

আমার শিষ লইবে না শালিকে, ফিরিবে সে তখন যাহার,

ভাসিবে জলের বুকে চিনা-পাতিহাস যতো, জলকুমুদীও রইবে ফুটে।


এই শস্য সবুজ মাঠ, কৃষকের হাঁকডাক আছে যেমন রইবে তেমন, দেখিব না শুধু আমি।



আমি থাকিবার চাই এই বাংলার আকাশে-বাতাসে, ধানের গন্ধে,

প্রকৃতির সব সাজে মাটির মতো মিশে চির অমর হয়ে। 



রেদ্ওয়ান আহমদ 

(অসমাপ্ত)



Comments

Popular Posts