Adcash

জীবনের কথামালা

 ~ ও দিকে দেখছো কী? 

~ দিনরাত্রির গোধূলি। 

~ কী দেখছো গোধূলিতে?

~ দিন মিশে যায় রাত্তিরে।

~ এভাবেই তো প্রকৃতি চলে।

~ ভালোবাসায় নিয়ম বাঁধে। 

~ ওসব এখন ভাবছো কেনো?

~ সবকিছুই পুরাতন যেনো।

~ আমিও আজ পুরাতন বুঝি?

~ পুরাতন নয়, প্রলেপে ঢাকি।

~ প্রলেপ!  সেটা আবার কী?

~ দারিদ্র্যের প্রলেপ, বেদনার প্রলেপ, 

    অহমিকার প্রলেপ, সে বুঝবে না তুমি।

~ জলের ফোঁটায় পাথরও তো ক্ষয় হয়!

~ সে ক্ষয় হতে জীবনেরও শেষ হয়।

~ জীবন, সে তো এক তুচ্ছ জিনিসের নাম!

~ তবুও তো স্রষ্টার দেয়া শ্রেষ্ঠ দাম।


রেদ্ওয়ান আহমদ 

Comments

Popular Posts