Adcash

মন্দ্বীপ

 গ্রীষ্মের নিশীথে এমনি ক্লান্ত মনে

যখনই সন্ধ্যা নেমে আসে,

দূরাকাশে চেয়ে-চেয়ে দেখো চাঁদ তারি মাঝে

আমারই বানানো মন্দ্বীপে। 

একা-একা ম্লান মুখে চেয়ে দেখো ঐ শাখে

ফুটে আছে চম্পার কলি,

অর্ণব তারি মাঝে মাছেদের খেলাঘর

পাবে তুমি মুক্তির হাসি।

হৃদয়ের সব দাহ ধুয়ে-মুছে ঝেড়ে নিও

দিও তুমি জল-তটে ভাসিয়ে,

সমুদ্র মাঝে দ্বীপ, বালি তার চিকমিক

লুটে পড়ো অন্তর গাহনে।

শৈবাল মিশ্রিত বিশুদ্ধ জলরাশি 

ঝরঝর ঢেউ মাঝে মিশো,

ঝুমুর-ঝুমুর নাচে ঝমঝম তালে-তালে

টগরে টগর হয়ে ফুটো।

সাজিয়ে রেখেছি আমি ঐ দ্বীপে এক ঘর

কুসুমে দলিত সেই পাড়া,

চাঁদনী দ্বীপের ওই আলোকিত কুটিতে

খসে পড়ে আকাশের তারা।


~ "মন্দ্বীপ" | রেদ্ওয়ান আহমদ 


Comments

Popular Posts