Adcash

রক্তক্ষরণ

 শোকের দিবসে দ্রোহের আগমন

শোক যে উড়ে গেলো,

আপন খুনের ক্ষরণ-দ্রোহেতে

তমসা যে নেমে এলো।

শোকের শেষে, দ্রোহের শেষে

ভাগ্য নেমে এলে,

হৃদয়ের খুন ঝরবে ঠিক-ই

আপন খুনেরই টানে।

পাব সেদিন মাটির পরশ

পাব না তার ঘ্রাণ, 

রক্ত কখনো হয় নারে পর

স্মৃতিতে সে অম্লান। 

শোকের দিবসে রক্তক্ষরণ 

হবে বুঝিনি আমি,

সংসারের সব যন্ত্রণা লয়ে তবে

চলিতাম ভিটে ছাড়ি।


~ "রক্তক্ষরণ" / রেদ্ওয়ান আহমদ 


Comments

Popular Posts