Adcash

চিঠি

 "আজি এ দিনে কাহারো মনে, ব্যাথা যেনো নাহি হয়, 

হাসি যেনো থাকে প্রতি মনে-মনে, সবে যেনো হয় প্রেমময়।"


প্রিয়দর্শিনী, 

জানি, আজিকার দিনে আপনার মনে পুলকসঞ্চারী চৈতন্যের অবাধ বিচরণ যেনো। হয়তো অবিরাম শূন্যলোকে ধাবিত হতে খুব ইচ্ছে করছে। অভিপ্রায় হয়, আপনার প্রসন্নতায় দীর্ঘ ছাপ ফেলি অনন্ত অঙ্গনে মৌসুমী পাখির ডানায় ভর করে, স্নেহের চাদরে, প্রণয়াসক্ত হয়ে। আমার বাঞ্ছা, সহস্র শব্দে পুষ্প ভরা দিঘির তটে মোমের আচ্ছাদনে আপনাকে জানাব প্রেমময় আশীর্বাদ। সে বাঞ্ছা আজ অপূরনীয়। তবে, হিয়ার মাঝে রচিত, কারুকার্যে খচিত সমুজ্জ্বলে প্রথিত আপনি। 

কয়েক শব্দের গাঁথুনী বৈ কিছুই এই হস্তে উঠল না আমার।

সৃষ্টিকর্তার নিকট আমৃত্যু প্রার্থনা, তিনি যেনো আপনাকে যেখানে, যেসময়, যেভাবেই রাখেন ভালো রাখেন এবং সুস্থ-স্বাভাবিকভাবে রাখেন। আর আমার প্রণয়সিক্ত অনুরোধ রইল, কখনো একাকিনী হবেন না। বিধানদাতার এই ধরণী আপনার জন্যই। 


বিনীত, 

আপনার ছোট 

রেদ্ওয়ান আহমদ 

Comments

Popular Posts