Adcash

প্রদীপ-শিখা

 "বাতায়নে করি ঘরের ভেতর নিত্য যে পড়িছে আলো,

তাহা আর আমি চাই না ওহে, তারুণ্য প্রদীপ জ্বালো।

রাত্রি শেষে উঠে যে চাঁদ, কজন বলো পথ চলে,

তরুণ তুমি প্রথম রাতের প্রদীপ-শিখা নিজ বলে।"

লুণ্ঠনে করি আলো আর নাহি জ্বলিবেরে দিনদিন,

জ্বেলে দাও আলো, ঢেলে দাও তবে আছে যতো কেরোসিন।

বইয়ের পাতায় ঘরের ভেতর থাকব না আর মাথা ঝুঁকে, 

করব না আর ভাবনা এবার কী আছে মোর চারপাশে।

জমিনে দাঁড়িয়ে দুহাত তুলে আকাশে-বাতাসে মুখ করি,

'রুখো, আছো কে' বলব আমি শির করি মোর উর্ধ্বমুখী। 

বলব 'আমি এই উদাস দুপুর, মুক্ত-স্বাধীন গোধূলী যেনো,

ভোরের শিশির, আঁধারে চাঁদ আর আকাশ ভরা তারার মেলা।


রেদ্ওয়ান আহমদ 

(অসমাপ্ত)




Comments

Popular Posts