Adcash

চোরাবালি

 অন্তর কান্দে প্রভূত ক্ষরণে খুন,

মন্থন করে মন-সমুদ্র হল ব্যাকুল;

অধীর সে জ্বালা, সখী, দিস না রে, হাতে ধরি,

অন্তর উচাটন মনোরথ কান্দে,

মনোময় বিরহের মন বড় ভাঙ্গে;

শ্যামা গাহে সঙ্গীত 

তব পানে চাহি আজ,

আবেগের নদী ভাড়, স্রোত তার নাহি লাজ;

চোরাবালি-চোরাবালি, চোখে অপরূপ!

গতি তার অবসান, 

জীবনের ধুপ।

প্রেম সে তো বেহায়া,

অদৃশ্যের ছায়া,

নিশীথের নিশাচর, নিদারুণ মায়া!


~ রেদ্ওয়ান আহমদ 

Comments

Popular Posts