Adcash

ভবঘুরের রাজ্যদর্শন ৫

 'ভবঘুরের রাজ্যদর্শন'

'সাত কলেজ বনাম ঢাকা বিশ্ববিদ্যালয়'



ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন মূল ফটকের সামনে রিক্সা থেকে নামলাম আমি আর উর্মি আপু। আপু, বলল,

"কিরে সবই তো খোলা!" 

"সদরঘাট, আপু।"

"বুঝলাম না।" 

"কালা মানিক, ছাত্ররার লাগি মন পুড়ে। ভিতরটা ধলা।"

"কী যে সব আবুল-তাবুল বকোস, তোর কথার আগা-মাথা কিছুই বুঝি না!"

"বুঝতে হবে না। চলুন।" 


কলা ভবনের সামনের গাছতলা দিয়ে চললাম প্রশাসনিক ভবনের দিকে। 

"আপু, কয় তলায়?" 

একটা কাগজ দেখে বললেন,

"তিন তলায়।"

অতঃপর তিন তলায় গিয়ে 


রেদ্ওয়ান আহমদ 

Comments

Popular Posts