Adcash

জীবন তরী

 "জীবন তরী"



জীবন নামের তরী লইয়া বাসাইছি জলে,

কোন কূলেতে ভিড়াইমুরে, সব কূলেরই ঘাট ভাঙে।

জলের কোলে ভেলায়-ভেলায় একলা একাই চলি,

এঘাট-ওঘাট নেয় না কেহ আমায় বুকে টানি, আমায় নেয় না বুকে টানি।

নাও ভিড়াইলাম নদীর কূলে, ঘর বাঁধিতে তাহার বুকে,

নদী ভাঙে আপন জলে, কোন কূলেতে ভিড়ি আমি, কোন কূলেতে ভিড়ি।

ভাঙা-গড়ার জীবন আমার, নদীর স্রোতেই ভাসে,

পায় না কভু ঠাইও একটু জল কুমুদীর চরে, হায় রে জল কুমুদীর চরে।

নদীর ঘাটে কলসি কাঁধে কেহ আসে দেহ নাইতে,

আমি মাঝি জীবন নায়ের, মানা ঘাটে চাইতে, আমার মানা ঘাটে চাইতে।

উজান-ভাটি নাওয়ের গতি, যায় না কোথাও থামা,

খেয়া তরী যাত্রী লয় না, নাও যে আমার ভাঙা।



~ রেদ্ওয়ান আহমদ 


Comments

Popular Posts