Adcash

আপেক্ষিকতা

তাকাও তো দেখি অন্ধকার নিশিতার তরে,

বলো তো কী পেলে, শুধু তারে খুঁজে?

দুঃখের রাজ্যে দুঃখও এক সুখ,
ভাবিলে ভাবনা, না হয় অসুখ।
চারিদিকে অন্ধকার আর
ঝিঁঝি পোকার বসবাস,
খুঁজি না অক্সিজেন,
শুধু কার্বনের হা-হুতাশ।
জলন্ত অঙ্গারের তীব্রতার দাহে
নিচ্ছি আগুনের নিশ্বাস,
বলে না তো কেউ কাঁধে হাত রাখি,
দিয়ে যাবো যত পারি আশ।
নীলাম্বরীর নিচে কখনো দেখিনি,
মেঘ নামে ছায়া এক আছে,
দিয়ে হাতছানি কখনো ডাকেনি,
চলে আসো এই বলে মোরে।
মাটিতে হাটিছি কখনো ভাবিনি,
মাটি এক আছে মোর পদে,
অথচ সেই গ্রাসিবে একদা,
নিশ্বাস ফেলিবো তাহারই তরে।
রাস্তাটা আজি ভূতের পথ,
কেহ এসে স্থির নহে হয়,
কাহারে বলিবো পাছের কথা,
সকলে শুধুই তাহারে রোপিতে কয়।
সবই আপেক্ষিকতা আর ভাবনার ছল,
কাহারে ভাবিবো আমি, মনে রাখি বল।
দিবস তাহারে খুঁজি রাতের আধারে,
সবই রে আপেক্ষিকতা, শুধুই ভবঘুরে।

~ রেদ্ওয়ান আহমদ

Comments

Popular Posts