Adcash

"সম্ভাবনার কিশোর"




গগন তলে খুঁজি তার সম্ভাবনার কিশোর,

মায়ের আঁচল বাধে না যারে, খুঁজে মুক্ত শহর।

প্রশ্ন যাকে করছে ধাওয়া, বিশ্ব কেনো মেঘে ছাওয়া,

কোথায় গেলে ঘুচবে আধার,সূর্যোদয়ের মিলন-মেলা?

সিন্ধু-গিরি পারে না যারে বদ্ধ কবাটে রাখি,

ছুটছে যে অরুণ ছুঁতে, আচমকা যে ধূম্র পাখি।

পন করে যে পীড়ন লোপে, দগ্ধ অনলে চরণ হেসে, 

শুভ্র কপোত হস্তি মুঠে, নামবে যে গগন চিড়ে।

চেতনায় যার শুভ্রতার ভাড়, ধ্বংস কৃষ্ণ সমারোহ, 

উল্কা ধরিয়া দুমড়ে ছাড়ে যে ক্ষমতার লাগি চাহে না পিছু।

ললাটে যার সভ্যতার ভাঁজ, কমল বনে চরণ দোলে,

অবলা যারে করেনি আঁচ, গন্ধম ফুটেনি এখনো যে শাখে।

আমার সহায় কিশোর তরুণ, বৃদ্ধ জানি আজ গোঁজা,

করুণ স্বরে সঙ্গীত রচে যে, পশ্চাতে সে মোর বোঝা।

ইস্রাফিলের হুঙ্কার দিতে কাঁপিবে না যার টুঁটি,

ফাঁসির কাষ্ঠে অনল বাতাশেও ফুটিবে বদনে হাসি।

যে সত্যের ব্যূহ রচে,লাঙুল উঁচিয়া চলে,

কস্মিনকালে মস্তক নত করেনা কাহারো পদে।

যে পুণ্যব্রতে রজনী ত্যাগে ধরনীর শান্তি চায়,

রুহ চিড়িয়া পরের শোকে তৃপ্তি যে খুঁজে পায়।

হিয়ার মাঝে রচিয়া লহে যে, মহাকাশ তুল্য ঘর,

ঘরেতে তাহার ঠাই যে সবার, কে আপন,কে পর।

পূরবে প্রভাত জাগাবে যে জন, খুঁজে ফিরি তারে আজ,

যে জন ফিরিবে দেবতা রূপে, রচিবে সাম্যবাদ।

খোদার আসন রচিবে যে জন, আরশ ছায়ার তল,

তাহারে খুঁজি, ধরাতে আজি অন্ধ দাপুটির দল।


~ রেদওয়ান আহমদ

Comments

Popular Posts