Adcash

কুরসি সমাচার

 আল্লাহ ছাড়া নাইরে ইলাহ, তিনিই চিরঞ্জীব, 

তিনিই হলেন সর্বদাতা, তার তরে সব জীব।

নিদ্রা তারে নয় তো ধরে, তন্দ্রাও ছোঁয় না,

গগন-মাটির সব কিছু তার, অন্য কারো না।

কে সে বল সুপারিশে মন ছাড়া যায় তার,

তিনি ছাড়া একূল-ওকূল কে করিবে পাড়?

আগে কদম, পিছে কদম, যাই ফেলিবে তুমি,

মনেই জপ বা ঠোঁটেই জপ, তিনিই অন্তর্যামী।

তার পরিধি কতখানি কেই বা বল জানে,

যারে ঢালেন জ্ঞানের পাহাড় সেই বলিতে পারে।

আকাশ-জমিন কুরসী তাহার, কে বহিবে ভার,

তিনিই হলেন বহনকারী, নাই অবসাদ তার।

মহান তিনি, শ্রেষ্ঠ তিনি, তার পরেতেই সব,

আদি তিনি, অন্ত তিনি, তিনিই অভিনব।


~ রেদ্ওয়ান আহমদ

Comments

Post a Comment

Popular Posts