Adcash

পৃথিবীটা গল্পের

চারপাশে অসংখ্য মানুষ, কেউ কারো নয়,

চারপাশে কতশত প্রাণ, কতো হয় ক্ষয়!

গল্পের পৃথিবীতে বেঁচে থাকা অভিনয়,

বাতাসেরও আছে কতো, নিশ্চুপ সংশয়!

সাদা চুলে আছে দেখো স্রোতে ভাসা গল্প,

চামড়ায় ভাঁজ পড়া বৃদ্ধের আছে শত কল্প!

ঘুমটার নিচে বহে অশ্রুর অবরোধ, 

গল্পের পৃথিবীতে কেউ নেয়, দেয় শোধ!

কতশত অলিগলি রক্তের দাবানল,

গগনেতে দোল খায়, গল্পের ক্রোধানল!   

ভূমি থেকে উৎসব ভূমিতেই উপহার, 

বাতাসেতে বৃক্ষের বেড়ে উঠা ঝড়বার!

জীবনটা বৃক্ষে গল্পের আগমন, 

মর্মর আঘাতেই লালচে আবরণ!

হাজারটা গল্প আশেপাশে নিদারুণ, 

অরণীর প্রেমে দেখো হাসিয়া মরে অরুণ!

জীবনটা অভিনয়, কভু হিরো, কভু নয়,

গগনবিহারী আসে, কারো সাথে দেখা হয়!

জীবন তরী আঁখিজলে ভাসালো বা কোনোজন, 

পিঠ ঠেকে দেয়ালে হয় শেষ কতো মন!

গাছে বাঁধে কতো প্রাণ, কতো প্রেম বিরহী, 

জীবনটা করে শেষ, অন্ধের মতো প্রেমী!

ঢাকে কতো মন-প্রাণ, খোলসের আবডালে, 

বোকা ভাবা ছেলেটাও চালাকের গতিবেগে!

গল্পেরা বেঁচে থাকে এভাবেই প্রতিদিন, 

কেউ দেখে, কেউ ভাবে, কেউ বা গল্পহীন!


~ রেদ্ওয়ান আহমদ

Comments

Popular Posts