Adcash

সুস্মিতা

 হঠাৎ কোন এক মন্ত্রমুগ্ধকর শেষ বিকেলে,

অথবা কোন এক শিশির ভেজা প্রভাতে,

নয়তো মেঘে ঢাকা কোনো এক পূর্ণিমা চাঁদের রাতে,

আমি আপনার সামনে এসে দাঁড়াব;

চার অক্ষরের বিশাল শব্দটি তখন এক নিমিষেই ছোট্ট করে বলে দেব, "ভালোবাসি"। 

কিছুক্ষণের জন্য থমকে যাবে পৃথিবী, 

থমকে যাবে সময়, থমকে যাবে প্রকৃতির সব কোলাহল,

আপনার মনের আকাশটায় একদম চুপ হয়ে যাবে, 

বিমূঢ়তায় নিস্তব্ধ হয়ে যাবেন আপনি, 

অথবা আপনার হৃদয় সমুদ্রে বান ডেকে যাবে,

উত্তাল ঢেউ উঠে ঝড় বয়ে যাবে এক মুহূর্তের জন্য।

নয়তো দক্ষিণা বাতাসের মৃদু শিহরণে নাড়া দিয়ে উঠবে আপনার মন,

পৃথিবীর সকল সুবাস ছড়িয়ে যাবে আপনার পৃথিবী জুড়ে, 

শিশির ভেজা প্রভাত পাখিদের কিচিরমিচির ডাকে

আপনার হৃদয়ের উত্তাল সমুদ্রের ঢেউ শান্ত হয়ে যাবে, 

অথবা, গোধূলির লালচে আভায় আপনার দৃষ্টি থেকে মুক্তো ঝরবে,

আবার হয়তো পূর্ণিমা চাঁদের আলো এসে 

লুটিয়ে পড়বে আপনার আলতা মাখা পায়ে।

অনেক কথা তখন জন্ম নিবে আপনার হৃদয়ের গভীরে, 

সেদিন আমি আপনার চোখে স্নিগ্ধ আঁখি দুটি রেখে

আপনার ঠোঁটের কোণে মৃদু হাসি দেখে বলে দেব সে সব মনের কথা, 

রচে যাবো বসুধায় আছে যতো অমর গাঁথা,

আর সে গাঁথার নাম দেব "সুস্মিতা"। 


~ রেদ্ওয়ান আহমদ

Comments

Popular Posts