Adcash

তারুণ্য


তারুণ্য 

আমার যৌবন হয়তো বা শেষ হবে না,

হয়তো বা যৌবন পাব না।


হয়তো বা ঝুলে পড়া চামড়ার ভাঁজে, 

টাক পড়া মাথার সাদা চুলের ফাঁকে, 

শুকনো ঠোটের মিস্টি হাসিতে,

আর তিনটি ভাঁজের চার অক্ষরের খামে,

তারুণ্য থাকে, যৌবন থাকে।

 

হয়তো বা যুবকের প্রাণ ঝরা কান্নায়,

ডাকঘরের কোনো শূন্য পাতায়,

স্রষ্টার উপর না থাকা কৃতজ্ঞতায়,

আর মরতে চাওয়া এক কাপ বিষের পেয়ালায়,

তারুণ্য থাকে না, যৌবন থাকে না। 


টানা-টানা চামড়ায় যৌবন থাকে না,

তরুণ তো সেই হয়, মন যার মরে না।


~ রেদ্ওয়ান আহমদ

Comments

Post a Comment

Popular Posts