Adcash

আসবে কি তুমি হে

আসবে কি তুমি হে 


আসবে কি তুমি হে, কখনো আমারি কাছে--

দু'হাতে শিশির লয়ে, মধু মাখা সুর তুলে?

বলবে কি "ভালোবাসি" মাটিমাখা হাত ধরে

চারিদিকে নিরবতা, কুঞ্জবনের সুবাস ছড়ায়ে 


কখনো কি চিঠি দেবে চালতা পাতায় লিখে--

দোয়েলের রঙ মেখে, হাতের ছাপটি এঁকে?

কখনো আসবে তুমি দূর্বাঘাসে হেঁটে-হেঁটে--

নীল টিপ-শাড়ি পরে সরষে ফুলের ঘ্রাণে?


বেতের চাটা'য়ে এসে বসবে কখনো হেসে--

উঠোনে ছড়ায়ে পা জোছনা আলোর রাতে?

শুনতে কি চাবে তুমি ঘুঘু-ডাহুকেরা ডাকে--

পেস্তা লতাতে বসে ময়নারা যদি হাকে?


হলুদ ধানের ক্ষেতে আমার হাতটি ধরে--

কখনো কি গোধূলি সন্ধ্যা কাটাবে হেসে?

ঝিঁঝি পোকা আলো দেবে, ফড়িংয়েরা নেচে যাবে,

তোমায় দেব আমি হিজল ফুলের মালা গেঁথে।

~ রেদ্ওয়ান আহমদ 

Comments

Post a Comment

Popular Posts