Adcash

"এ আমার আজন্ম স্বাদ"




এ আমার আজন্ম স্বাদ



মি যদি কভু এ দেশ ছাড়ি চলি দূর-বহুদূর, 
তোমরা আমারে আনি রেখো এ মাটির বুকে; 
রেখো এ দেশের বুকে লতা-পাতায় ঘিরে, 
শুইয়ে দিও এ মাটির পরে,
এ দেশের আকাশ-তলে যেনো হয় মোর গোর। 
একদিন মিশে গিয়ে ধুলো-কণা হয়ে আমি
 উড়িব এ দেশের আকাশে-বাতাসে, মাঠে-প্রান্তরে;
পড়ে রব গাছের পাতায়-পাতায়, মিশে যাব ভোরের স্নিগ্ধ শিশিরে,
শুনিব একদিন এই মাটি-পাখি-লতা থেকে থেকে আমায় লইছে ডাকি। 
এ দেশের বালুকণা, নদীনালা, লতাপাতায় যেনো মিশে আছে স্বর্গের হুর,
এ দেশের পাড়ে রয়ে যাব চিরকাল, এ আমার আজন্ম স্বাদ রে;
তোমরা আমারে আনি রেখো এ মাটির বুকে, 
আমি যদি কভু এ দেশ ছাড়ি চলি দূর-বহুদূর।  
~ রেদ্ওয়ান আহমদ

Comments

Popular Posts