Adcash

ইচ্ছে কুঠির

 ইচ্ছে আমার নদীর ধারে কুঠির বানাবো এক,

বসে বসে কাটাব বেলা, কেউ না করিবে হেলা,

নয়ন জুড়িয়ে দেখিব শুধুই প্রকৃতি-প্রাণের মেলা;


দূর্বাঘাসে ঘেরা থাকিবে নদীর দু'ধার-চর,

হেসে-খেলে-বসে বাসর পাতিব শুনিব প্রকৃতির স্বর।

ছোট কোষা এক থাকিবে আমার, ভাসিব নদীর বুকে,

ছুঁয়ে দেব সব মাছেদের প্রাণ, আমারই বাঁশির সুরে।


"ইচ্ছে কুঠির"

(অসমাপ্ত)

Comments

Popular Posts