Adcash

আকাশে চাঁদ উঠেনি বলে

 


আকাশে আজ চাঁদ উঠেনি বলে____

আমার ঝিঙেলতারা কেমন অভিমান করে বসে আছে, 

চাল কুমড়োর যুবতী ফুলেরা কেমন  নগ্ন হয়ে বসে আছে,

অথচ ভ্রমরেরা ডেকেছে ধর্মঘট, 

ঝিঝি পোকারা হয়ে পড়েছে বড্ড উন্মাদ। 


আকাশে আজ চাঁদ উঠেনি বলে ____

আমার খড়ের ঘরটায়ও হাসি নেই, মায়া নেই,

নেই কারো অপেক্ষার পালা আর,

মেঘেদের নিরব চোখের অশ্রু ছুঁয়ার কেউ নেই,

প্রতিবিম্বিত হয় না কোনো কলসি কাঁখে রূপসীর ঘাট।


আকাশে আজ চাঁদ উঠেনি বলে ____

নেই খোলা আকাশের নিচে প্রিয়তমার খোলা চুলের ভেজা ঘ্রাণ, 

নেই বাঁশি হাতে রাখালের জোছনা রাতের গান,

মাছেদের খেলা নেই, খোকাদের মামা নেই, 

অভিমানী চাঁদ, সব শুধু অসুরদের ঘাট-বাট।


আকাশে আজ চাঁদ উঠেনি বলে ____

গোলাপ বনের কোনো কাটায় কারো রক্তের ফোঁটা নেই, 

মেঘেরা নিশ্চুপ রাতের আধারে লুকিয়ে আছে,

আজি তাই মন ভালো নেই,

নেই মনে তৃপ্তির স্বাদ।


আকাশে আজ চাঁদ উঠেনি বলে ____

মনে হচ্ছে আমার আকাশটাই যেনো নেই।

~ রেদ্ওয়ান আহমদ

Comments

  1. ভাইয়া! মুগ্ধকর।আপনার জন্য শুভ কামনা রইল।একআকাশ ভালোবাসা।

    ReplyDelete
    Replies
    1. আকাশ ছুঁয়া ভালোবাসা রইল প্রিয় ভাই 💗

      Delete

Post a Comment

Popular Posts