Adcash

স্বাধীনতা মানে কী

 স্বাধীনতা মানে কী?

স্বাধীনতা হলো অন্যের অধিকার হরণ অথবা অন্যকে আঘাত না করে নিজের মতো করে চলা, বলা। 


যেমন, রাস্তায় গাড়ি চালানো আমার অধিকার, কিন্তু রাস্তায় গাড়ি চালানো অন্য আরেকজনেরও অধিকার। তাই বলে, অন্যকে নিজের গাড়ির নিচে আমি চাপা দিতে পারি না। 


তেমন ফ্রান্স যেটা করেছে সেটাকে বাকস্বাধীনতা বলে না। বলে অন্যকে যান-চাপা দিয়ে নিজের গাড়ি চালানো।

যারা অন্যের ধর্ম-কর্মকে সম্মান দিতে পারে না, তাদের কাছে বাকস্বাধীনতা নিখাঁদ কৌতুক বৈ অন্যকিছু না। 


বাস্তববাদী দাবী করা তাসলিমা নাসরিন যখন বলে সেটা তাদের বাকস্বাধীনতা, তখন আসলে হাসা ছাড়া আর কিছুই বলার থাকে না। 

বাস্তববাদী তারাই যারা অন্যকে সম্মান করতে জানে। 


আর রাসূল সাঃ এমন একজন মানুষ যিনি প্রতিটা ধর্মের মানুষের কাছে মহান একজন মানুষ, মাইকেল এইচ হার্টের সেরা একশো মানবের মধ্যে প্রথম মানব। 


তাকে নিয়ে অসৌজন্যমূলক আচরণ কারোই সহ্য করার মতো না। যেখানে, রাসূল সাঃ এর বিচার না মেনে এক লোক ওমর রাঃ এর কাছে বিচার চেয়েছিলো বিধায় ওমর রাঃ সাথে সাথে তার শিরশ্ছেদ করে, সেখানে রাসূল সাঃ কে নিয়ে ব্যঙ্গচিত্র কোনো মুসলমানের পক্ষেই মেনে নেয়া সম্ভব না। 


ধর্ম দিয়ে চিন্তা করলেও এই আচরণের জন্য ফ্রান্সকে ক্ষমা প্রার্থণা করা উচিৎ, আর সমাজ দিয়ে চিন্তা করলেও ফ্রান্সকে ক্ষমা প্রার্থণা করা উচিৎ, আর বাস্তববাদ দিয়ে চিন্তা করলেও। 


ফ্রান্স এমন বাকস্বাধীনতার চর্চা করছে, যেখানে অন্যের স্বাধীনতা হরণ করা হয়। 

সর্বোপরি বলব, কোনো ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠী, দেশ-ভাষা-সমাজকে ব্যঙ্গ, কটাক্ষ বা ইঙ্গিত করে কথা বলা এটা কোনো বাকস্বাধীনতার রুলসেই পড়ে না। 

রেদ্ওয়ান আহমদ 

Comments

Popular Posts