Adcash

উপদেশ

 "যদি কিছু বলো তুমি অন্য কারো

নিজ গুণে যদি না সপিতে পারো,

বাণী সে হতে পারে কাঁচি ধারালো 

জিভ্খানি কাটিবে যদি না ফিরো।

শত-শত উপদেশ না করিয়া আগে

গ্রহণ করে দেখো একটি উপদেশ, 

তাহাই হইবেরে তখন তোমার লাগি

হাজারও উপদেশের চেয়েও বেশ।

পরের পাপে আগে না ডুবিয়া তুমি

করো দূর আগে নিজ পাপ বোঝা,

নিজকে যে চিনিবে আপন বোধে,

তাহারেই ত' চিনিবে তাহার খোদা।"



~ "উপদেশ" // রেদ্ওয়ান আহমদ 

Comments

Popular Posts